ঘোলাটে চশমা -এম এ এইচ সাকিন
গুম হত্যা মামলা
নিত্যদিনের খেলা,
নির্যাতন ধর্ষণ গণধর্ষণ
প্রতিদিনের প্রধান শিরোনাম।
সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র মোদের
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান,
কোন ধর্ম বলেছে তুমি করো ঘৃণিত কাজকাম?
৩০ লাখ প্রাণের এই দিয়েছি প্রতিদান?
রাজনীতির বেড়াজালে
নেতা আমার ট্যাগ লাগিয়ে
শোষণ করছো তুমি
আরেকজনের পা চাটিয়ে
সুসময়ে খামে ভরে
দুঃসময় এ লেজ গুটিয়ে।
দুঃস্থদের উপর নির্যাতন
করবে আর কতদিন?
জমা হচ্ছে তিলে তিলে
মুনাফা সহ শুধাতে হবে ঋণ।
কাজে মোরা,
ঘরে আমার মা-বোনেরা
কাজে আমার মন বসে না
চারিদিকে হিংস্র পশু খাঁচা ছাড়া।
শিখছি মোরা, নিচ্ছি চাকরী
হচ্ছি গ্র্যাজুয়েট চোর।
রাজনীতিতে নেতা হয়ে
ব্যবসা আমার কথায় চলে
টেণ্ডার আমার নামে মিলে
ডাকাত আমার রগে রগে
যাচ্ছি আমি ফুলে ফেঁপে।
আইন আছে কঠোর
আমরা টাকাকে করি আদর
আইন বাস্তবায়নে হবেন কি সোচ্চার?
হয় মাথাটা নামিয়ে দিন,
নয় শিশ্নটা কর্তন করে দিন।
এম এ এইচ সাকিন
নারায়ণগঞ্জ, ঢাকা
No comments