একাত্তর টিভিকে বয়কটের আহ্বান মাওলানা মিজানুর রহমান আযহারীর
ইসলাম বিদ্বেষী মনোভাবের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিকে বয়কট করলেন তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় মাওলানা মিজানুর রহমান আযহারী । আজ ১৪ অক্টোবর বুধবার বেলা সাড়ে এগারোটায় এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন । তিনি সেখানে লিখেছেন "সংকটে, সংবাদে, সংযোগে— সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবী । তাই, একাত্তর টিভিকে বয়কট করুন । আমি করেছি, আপনারাও করুন।" উল্লেখ্য এর আগে শায়খ আহমাদুল্লাহ ও একাত্তর টিভিকে বয়কটের আহ্বান জানিয়েছেন ।
এদিকে আজ রাত ৮ টার ২৪ পর্যন্ত একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ মিলিয়ন থেকে কমে ২.৪৬ মিলিয়নে নেমে গেছে । আর অফিশিয়াল ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৫৫,৮০,০১১ থেকে প্রায় আশি হাজার কমে গেছে । এই সংখ্যা ৫৫,০০,৩০০ তে ঠেকেছে । এই সংখ্যা প্রতি সেকেন্ডেই কমেছে ।
No comments