স্বাধীনতা ও মুজিব -মো. মনসুর আলম নিরব
স্বাধীনতা ও মুজিব
স্বাধীনতা তুমি
পূর্ব বাংলার রক্তিম ফসল
স্বাধীনতা তুমি
মহানায়ক মুজিবের স্মারক সম্বল।
স্বাধীনতা তুমি
ছাত্রআন্দোলনের সূত্রপাত
স্বাধীনতা তুমি
মুজিবের সাহসিকতার প্রবন্ধনাত।
স্বাধীনতা তুমি
ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি
স্বাধীনতা তুমি
ছিনিয়ে নিয়েছ মুজিব পরিবারের সবি।
স্বাধীনতা তুমি
বঙ্গভঙ্গ, যুক্তফ্রন্ট,শিক্ষা আন্দোলন
স্বাধীনতা তুমি
৭১ এর মুক্তিযুদ্ধের পরিচলন।
স্বাধীনতা তুমি
বিশ্বায়নে পরিচিত শম্ভুর
স্বাধীনতা তুমি
কেড়ে নিয়েছ হরিদাসীর মত হাজারো নারীর সিঁথির সিঁদুর।
স্বাধীনতা তুমি
মুক্তির পথ
স্বাধীনতা তুমি
মুজিবের জীবনচরিত শপথ।
স্বাধীনতা তুমি
শহীদদের বিলুপ্ত প্রাণ
স্বাধীনতা তুমি
মুজিবের অর্জিত লাল-সবুজের সম্মান।
মোঃমনসুর আলম নিরব
শিক্ষার্থী, শাবিপ্রবি
সিলেট
No comments