প্রিয় ক্যাম্পাস -মো.নাজমুল হোসাইন
মনে পড়ে কি আমাকে......?
হয়তো তুমি ভাবছো তোমাকে ভুলে গেছি ,
এখন ও আসছি না কেন?
তুমি তো জানো এক অদৃশ্য শক্তি
থামিয়ে দিয়েছে তোমার সনে প্রেমবন্ধন
হৃদয় জুড়ে হাহাকার আমার
অভিমান করো না প্রিয় ।
সুস্থ হোক পৃথিবী, আবারো ফিরবো আমি
অপেক্ষা করো প্রিয় ।
আবার ও দেখা হবে তোমার সনে
গান করবো মুক্ত মঞ্চে ।
বন্ধুরা করবো শহীদ মিনারে আড্ডা,
বাবুই চত্বরের সৌন্দর্যে মেতে উঠবো আমি
চেয়ে রইবো গোল চত্বরের পাশের-
কৃষ্ণচূড়া ও শিমুল ফুলের দিকে ।
ক্লাসের ফাঁকে বন্ধুরা মিলে ঘুরবো -
কেন্দ্রীয় খেলার মাঠের মেঠো পথ ধরে
লাঞ্চ সেরে নিবো কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়
কখন ও আবার নামাজ পড়ে নিবো
ক্যাম্পাসের সেন্টার মসজিদ প্রাঙ্গণে ।
মধ্যাহ্নে ক্লাস শেষে,
বসবো কাঁঠাল চত্বরের তলায়
ক্যাম্পাসের বাসের অপেক্ষার জন্যে ।
বাসায় ফিরবো নীল রঙের কাশফুল পরিবহনে ।
প্রুতিশ্রুতি দিচ্ছি তোমায় ।
মঙ্গল কামনা রেখো আমার জন্যে,
ভালো থেকো প্রিয় ।
(করোনাকালীন সময়ে প্রিয় ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে মিস করা নিয়ে লেখা)
মো.নাজমুল হোসাইন
শিক্ষার্থী,পদার্থবিজ্ঞান বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সেশন:২০১৯-২০
No comments