মহানবী (স:)-এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে কুমিল্লার সদর দক্ষিণে বিক্ষোভ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র এবং কটুক্তি করার প্রতিবাদে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে বিশাল বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুয়াগন্জ আদর্শ পাঠাগার এবং খিদমাতুল উম্মাহ কুমিল্লা এর আয়োজনে শুক্রবার, বাদ আছর এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদী জনতা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুসে উঠে । তারা ফরাসি পণ্য বয়কট সহ দ্রুত ফ্রান্সের প্রধানমন্ত্রীকে নিশর্তভাবে মুসলিম উম্মাহের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানায়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুয়াগঞ্জ আদর্শ পাঠাগারের সভাপতি, আহমাদ হানজালা সিফাত,ঐতিহ্যবাহী বটগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল হক সাহেব সহ আরও অনেকে।
সকলে রাষ্ট্রীয় মদদে হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনীর ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোএর ঘৃণিত এ কাজের প্রতিবাদ জানিয়ে ফরাসী পণ্য বর্জনের ডাক দিয়েছেন।
No comments