প্রতিকূল আবহাওয়ায় নদী বন্দরসমূহে সতর্কতা জারি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপের কারণে সমুদ্র বন্দর এলাকায় ০৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য ২নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকার কারণে দেশের সকল অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের সাথে যোগাযোগ করে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে :
ঢাকা নদীবন্দর
মুন্সিগঞ্জগামী ৬৫ ফিটের নীচে ছোট ছোট লঞ্চ ও ১ ইঞ্জিন বিশিষ্ট সকল লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে । এছাড়াও হাতিয়া,বেতুয়া,রাঙ্গাবালী ও বালিয়াতলী নৌপথে চলাচলকারী নৌযানসমূহের চলাচল বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ নদীবন্দর
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৬৫ ফিটের নীচে সকল লঞ্চ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশাল নদীবন্দর
একতলা বিশিষ্ট সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
মাওয়া নদী বন্দর
সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরিচা নদীবন্দর
সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
ভোলা নদী বন্দর
ইলিশা-মজুচৌধুরীর হাট, বরিশাল-ভেদরিয়া নৌপথে চলাচলকারী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
চাঁদপুর নদীবন্দর
নারায়ণগঞ্জগামী ছোট ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও অন্যান্য সকল বন্দরকে আবহাওয়া অফিস ও প্রধান দপ্তরের সাথে যোগাযোগ রেখে পরবর্তি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে ।
No comments