তুমি বদলে যাবে -আরিফুল ইসলাম
তুমি বদলে যাবে
তুমি বদলে যাবে যদি আমি জানতাম
তাহলে নিজেকেও একটু বদলে নিতাম।
স্বপ্ন দেখার বিনিময় রেখে দিতাম চোখে জল ।
কারন স্বপ্ন দেখেও অনেকবার কেঁদেছি
তোমাকে হারাবার ভয়ে ।
আজ সে ভয়টাই সত্যি হলো
মিথ্যা হয়ে গেলো আমার ভালোবাসা ।
একটা ছোট ভয় সত্যি হয়ে
আমার সারাটা জীবন এলোমেলো করে দিলো ।
আর তোমাকে ভালোবাসি সে সত্যটা
মিথ্যার চাপায় পরে গেলো।
এরি নাম কি ভালোবাসা?
আমি হয়তো বা আবারো
তোমারি আশায় নাম ছাড়া
ফুল হয়ে ফুটে উঠবো।
কিন্তু তোমাকে পাবো না !
তুমি তো আরো অনেক বেশি বদলে যাবে ।
তুমি লুডু খেলার মতো
ছক্কা আর কানা বেছে নিলে ।
আর বাকি তিন চার দুই আমাকে দিয়ে গেলে ।
না পারবো ভর্তি হতে
না পারবো গেইম করতে
এ কেমন জীবন?
No comments